এসএমজে ডেস্ক :
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলোঃ- এসিআই ফর্মূলেশন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্, বিবিএস ক্যাবলস্, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্, ইভিন্স টেক্সটাইল, আরগন ডেনিমস্, এইচ আর টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট ও নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিগুলোর প্রান্তিকের বিবরণ নিচে ছকের মাধ্যমে দেওয়া হলোঃ-
| কোম্পানির নাম |
ইপিএস |
এনএভি |
এনওসিএফপিএস |
|||
|
২০১৯ |
২০১৮ |
২০১৯ |
২০১৮ |
২০১৯ |
২০১৮ |
|
| এসিআই ফর্মুলেশনস লিমিটেড | ০.১৫ | ০.৩৯ | ৫৪.৯৬ | ৫৪.৮২ | ১.১৫ | ৪.১৯ |
| ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল | ২.৮৬ | ২.৪৪ | ৫০.১৭ | ৪৭.৩২ | ৫.২৩ | ৪.১৫ |
| বিবিএস ক্যাবলস লিমিটেড | ২.৭৪ | ২.৬৬ | ৩২.১৯ | ২৯.৪৫ | ২.৪৫ | ২.৫০ |
| বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড | ০.৫২ | ০.৫৯ | ১৭.০২ | ১৬.৫০ | ০.৬৫ | ০.১৫ |
| ইভিন্স টেক্সটাইল লিমিটেড | ০.২০ | ০.৩৭ | ১৫.৫৩ | ১৫.৩২ | ১.২৬ | ১.০৮ |
| আর্গন ডেনিমস্ লিমিটেড | ০.৭৫ | ০.৮১ | ২৮.৫৯ | ২৭.৯৩ | ১.৩৩ | ০.৭৪ |
| এইচ আর টেক্সটাইল লিমিটেড | ০.৪১ | ০.৩৮ | ৪৩.৮১ | ৪৩.৪০ | ০.৫৫ | ৩.৭১ |
| কনফিডেন্স সিমেন্ট লিমিটেড | ২.৫১ | ১.৮১ | ৭০.৮২ | ৬৭.২৪ | ২.৭৪ | ০.৪১ |
| নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড | ০.৯৪ | ০.৮৬ | ১৭.৫২ | ১৬.৫৮ | ০.২৫ | ০.৩৪ |
এসএমজে/২৪/মি
