এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ৫০০ কোটি টাকার ফুললি রিডিমেবল নন-কনভার্টিবল কুপন বিয়ারিং পারপেচুয়াল বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই বন্ডের বৈশিষ্ট্য হলো- এটি নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড, আনলিস্টেড, কুপন বিয়ারিং পারপেচুয়াল বন্ড। এর কুপন হার হবে ৯.৫ থেকে ১২.৫ শতাংশ। পারপেচুয়াল বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে এনসিসি ব্যাংক তাদের অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
ব্যাংকটির বিনিয়োগকারীদের সর্বসম্মতি নিতে আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় আগামী ২৩ ডিসেম্বর ব্যাংটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এই বন্ডের ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ইসি সিকিউরিটিজ লিমিটেড ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।সূত্র: ঢাকা স্ট এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি