৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আল-আরাফাহ

এসএমজে ডেস্ক:

৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেট মুদারাবা বন্ড ইস্যু করার সিদ্ধান্ত জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

গতকাল, বোরবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় একটি মুদারাবা বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

বন্ডটির নাম হবে এআইবিএল থার্ড সাব-অর্ডিনেট বন্ড। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫শ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। এটি হবে একটি নন-লিস্টেড রিডিমেবল বন্ড। অর্থাৎ এই বন্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে না। আর নির্দিষ্ট মেয়াদ শেষে এর অবসায়ন ঘটবে। তবে এই বন্ডের মুনাফার হার কত হবে তা জানা যায়নি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে বন্ডটি ইস্যু করা হবে। সূত্র : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা

Tagged