হাতেগোনা কোম্পানি ঘিরে লেনদেন: লাভের মুখ দেখছেন না বিনিয়োগকারীরা

হাতেগোনা কয়েকটি গোনা কয়েকটি কোম্পানি ঘিরে লেনদেন হচ্ছে দেশের পুঁজিবাজারে। এতে দীর্ঘদন ধরে লাভের মুখ দেখছেন না বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাড়ে চার মাস আগের অবস্থানে ফিরে গেছে। গত সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার এই বাজারে ৩৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৮ মার্চ ডিএসইতে সর্বনিম্ন ২৭২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আবার লেনদেনও ঘুরপাক খাচ্ছে হাতেগোনা কয়েকটি কোম্পানিকে ঘিরে। বিনিয়োগকারীরা দীর্ঘ সময় ধরেই বেশির ভাগ শেয়ারে লাভের মুখ দেখছেন না। আবার অনেক শেয়ারের কেনাবেচায়ও অংশ নিতে পারছে না বিনিয়োগকারীদের একটা বড় অংশ। কারণ, ভালো ভালো শেয়ারও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে।

‘বাজারে কোনো একটি খাত বা কোম্পানির শেয়ারের দাম বাড়লেই বিনিয়োগকারীরা মুনাফা ধরতে সেদিকে ছুটেন। এ ক্ষেত্রে আবার কার আগে কে মুনাফা তুলে নেবেন—সেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাতে বেড়ে যায় বিক্রির চাপ।

এই প্রবণতা বাজারে অস্থিরতা তৈরি করছে। এ কারণে দেখা যাচ্ছে, বাজারে মাঝেমধ্যে গতি ফিরলেও সেটি বেশি দিন টেকসই হচ্ছে না। বাজারে যখন টেকসই ধারা থাকে না, তখন নতুন কোনো বিনিয়োগও আসে না

Tagged