হাজার কোটি লেনদেন: প্রত্যাশার প্রথম ধাপ

পুঁজিবাজার ঘিরে গত কয়েক বছর ধরে নানা ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। এসব প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বিভিন্নমুখী পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে তেমন ফল আসেনি। এ নিয়ে একসাগর হতাশা সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। দেখা গেছে একের পর এক পদক্ষেপের কথা বলা হলেও পুঁজিবাজারে এর প্রভাব ইতিবাচক হয়নি। তাই বিনিয়োগকারীদের প্রত্যাশার কোনো প্রতিফলন ঘটেনি।

সম্প্রতি দেশ ও সরকারে অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের দাবি ও প্রত্যাশার প্রতি সাড়া দিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর বাজার ঘুরে দাঁড়িয়েছে। এর আগেও বিভিন্ন  সময় দুয়েক কার্যদিবেসের জন্য বাজার চাঙ্গা হলেও, সেটি বজায় থাকেনি। কিন্তু এবার সেই লক্ষণ থেকে বেরিয়ে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে বাজারে কিছুটা হলেও গতি ফিরছে। এই ধারাবাহিকতায় লেনদেন ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা। এটি বিনিয়োগকারীদের অন্যতম প্রত্যাশা ছিল। এতে বলা যায়, প্রত্যাশার একটি ধাপ পূরণ হলো। এখন বাকি বিষয়গুলোয় গুরুত্ব আরোপের সময় এসেছে। সংশ্লিষ্টরা যদি উপযুক্ত ভূমিকা রাখতে পারেন, তাহলে এই পরিবর্তনের সূচনা ধীরে ধীরে ভালো পরিণতির দিকে যাবে।

Tagged