হল্টেড ৮ কোম্পানি

এসএমজে ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রেতাবিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে ৮ কোম্পানির শেয়ার

কোম্পানিগুলো হলোইউনাইটেড এয়ারওয়েজ(বিডি), কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, ফেমিলিটেক্স(বিডি), রূপালি ইন্স্যুরেন্স এবং সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডে

ইউনাইটেড এয়ারওয়েজের ১৫ কোটি ৬২ লাখ হাজার ৬১৯ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল টাকা ০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল টাকা

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৯ লাখ ৪৩ হাজার ৬৮৯ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৩০টাকা গতকাল শেয়ারের মূল্য ছিল ২৭ টাকা ৩০ পয়সা

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৪ লাখ ৩ হাজার ২০৯ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল টাকা ৯০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল টাকা ২০ পয়সা

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ২ লাখ ৬৬ হাজার ১১১ টি শেযার কেনার আবেদন থাকলেও ক্রেতার ঘর ছিল শূন্য। সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ২০০ টাকা ২০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ২১৯ টাকা ৩০ পয়সা

নিটল ইন্স্যুরেন্সের ১ লাখ ৯৪ হাজার ৯২৮ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৫৫ টাকা ৪০ পয়সা গতকাল শেয়ারের মূল্য ছিল ৫০ টাকা ৪০ পয়সা

ফেমিলিটেক্সের ১৬ লাখ হাজার ৪০৮ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল টাকা ৫০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল টাকা ১০ পয়সা

রূপালি ইন্স্যুরেন্সের ২ লাখ ২৮ হাজার ২০৫ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ২৫ টাকা ৫০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ২৩ টাকা ২০ পয়সা

এদিকে, সি অ্যান্ড এ টেক্সটাইলসের ২৪ লাখ ৫২ হাজার ৭৯৩ টি শেযার বিক্রির আবেদন থাকলেও ক্রেতার ঘর ছিল শূন্য। সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল টাকা ২০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল টাকা ৯০ পয়সা।সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged