সূচকের গতি ধরে রাখার বিকল্প নেই

দেশের পুঁজিবাজারে সূচকের বর্তমান গতি আশাব্যঞ্জক। এই গতি ধরে রাখার বিকল্প নেই। গতকাল সপ্তাহের শেষ কার্য দিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০১ পয়েন্ট। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৮৬ পয়েন্টে, যা ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারির পরে সূচকটির সর্বোচ্চ অবস্থান। ওই দিন সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৫০ পয়েন্টে।

দীর্ঘদিন ধরে পাঁচ হাজার পয়েন্টের ঘরে সূচক ঘুরপাক খাচ্ছে। এর থেকে বের হয়ে আসা উচিত। গত প্রায় এক দশকে উন্নতবিশ্বের পুঁজিবাজারগুলোর সঙ্গে তুলনা করলে আমাদের পুঁজিবাজারে সূচকের গতি খুবই সীমিত রয়েছে। এ সময় দেশের অর্থনীতি যে গতিতে বিকশিত হয়েছে, পুঁজিবাজারের সূচকে তার প্রতিফলন কম। এ কারণে সূচকের ঊর্ধ্বমুখী গতি বজায় থাকা দরকার।

পুঁজিবাজারে সূচক বৃদ্ধিই একমাত্র বিষয় নয়। আরো একটি বিষয় হচ্ছে, বিশ্বমানের পুঁজিবাজার গড়ে তোলা। এটি করা সম্ভব হলে দেশের অর্থনীতি উপকৃত হবে, শিল্প বিকশিত হবে। একই সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। কাজটি রাতারাতি সম্ভব না হলেও সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে ধীরে ধীরে সম্ভব হবে।

Tagged