সুশাসন থাকলে কারসাজি নির্মূল হবে

দেশের পুঁজিবাজারে কারসাজির ভয়ে সব সময় আতঙ্কে থাকেন বিনিয়োগকারীরা। এই আতঙ্ক একদিনে তৈরি হয়নি। বিভিন্ন সময় প্রতারিত হয়ে বিনিয়োগকারীরা এই পরিস্থিতিতে উপনীত হয়েছেন। স্বাভাবিক লাভ-লোকসানের বিষয়টি সব দেশের পুঁজিবাজারেই রয়েছে। তবে সব দেশের পুঁজিবাজারে ‘পুকুরচুরি’ নেই। এটি কেবল আমাদের দেশেই দেখা যায়। আর এর শিকার হন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এ কারণে সবার আগে সুশাসন প্রয়োজন। পুঁজিবাজারে কারসাজি নির্মূল করতে হলে সুশাসনের বিকল্প নেই।

পাঠক বা বিনিয়োগকারীদের মনে হতে পারে, আমরা বিষয়টি বারবারই বলছি। আমরা বলতে চাই- এটি এড়িয়ে যাওয়ার উপায় নেই। উন্নত দেশের পুঁজিবাজারে আমরা দেখি, একটাকার অনিয়ম হলেও  এর বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হয়। যে কারণে সেসব পুঁজিবাজারে লুটপাট নেই। আছে স্বাভাবিক উত্থান-পতন। এটি সব পুঁজিবাজারেই হয়। আমাদের এখানেও সম্ভব। যদি তালিকাভুক্ত কোম্পানিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সুশাসন আনা যায়, তাহলে লুটপাটের সুযোগ বন্ধ হবে। বিনিয়োগকারীরা আস্থা নিয়ে পুঁজিবাজারে লেনদেন করতে পারবেন। যতদিন পর্যন্ত এটি নিশ্চিত করা না যাবে, আমাদের বাজারের দুর্বলতা কাটবে না। তাই সবার আগে সুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন।

Tagged