সুচিন্তিত বিনিয়োগই লোকসান কমানোর উপায়

পুঁজিবাজারের প্রাণ হচ্ছেন বিনিয়োগকারীরা। তারা যত বেশি লেনদেনে অংশ নেবেন, বাজার তত বেশি প্রাণবন্ত হবে। স্বীকার করতে দিধা নেই, বর্তমান বাজারে লোকসান এড়িয়ে লেনদেন সক্রিয় থাকাটা একটু কঠিন। এ কারলে সুচিন্তিত বিনিয়োগ প্রয়োজন। সুচিন্তিত বিনিয়োগই পারে বিনিয়োগকারীদের লোকসান কমাতে।

পুঁজিবাজার সম্পর্কে ভালো ধারণা না থাকলে সুচিন্তত বিনিয়োগ সম্ভব নয়। দেশ ও বিশ্বের সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে বিনিয়োগকারীদের অগত থাকতে হবে। শুধু কোম্পানির প্রোফাইল দেখে বিনিয়োগ করা যাবে না। সামগ্রিক অবস্থা বিবেচনায় নিতে হবে। আবার অনেক বিনিয়োগকারী অন্যের পরমর্শের মুখাপেক্ষি থাকেন। এটিও সঠিক কাজ নয়। নিজের ধারণাকে সমৃদ্ধ করতে হবে। থাকতে হবে নানামুখী অভিজ্ঞতা। কারণ সব সময় পুঁজিবাজার একই আচরণ করে না। এ কারণে মুখস্থ জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত নিলেও হবে না। চাই বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি। কোন কোম্পানি কী ধরনের উৎপাদনে জড়িত, তার পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। কোন সময় কোন পণ্যের চাহিদা কম-বেশি হয়। বিনিয়োগের ক্ষেত্রে সেটি বিবেচনায় রাখতে হবে।

যারা পেশাদার বিনিয়োগকারী, তাদের চিন্তা সারাক্ষণই পুঁজিবাজারকেন্দ্রিক থাকবে, এটিই স্বাভাবিক। হুট সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগে সক্রিয় হওয়া উচিত নয়। এতে লোকসান হওয়ার আশঙ্কাই বেশি। তাই ভেবেচিন্তে বিনিয়োগই সব সময় করা উচিত।

Tagged