সার্কিট ব্রেকারে নেই ২৩ কোম্পানি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানির আজ (২৭ অক্টোবর) সার্কিট ব্রেকারের বাইরে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো- এনলিমায়ার্ণ ডাইং, বীকন ফার্মাসিউটিক্যালস্, এস্কয়ার নিট কম্পোজিট, সিভিও পেট্রোকেমিক্যাল, শীপহার্ড ইন্ডাষ্ট্রিজ, কহিনূর কেমিক্যালস্, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ, দেশবন্ধু পলিমার, এসিআই ফর্মুলেশন, প্রিমিয়ার সিমেন্ট, ওরিয়ন ইনফুশন, ইফাদ অটোস্, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জুট স্পিনার্স, ডেফোডিল কম্পিউটারস্, আফতাব অটোমোবাইলস্, বেঙ্গল উইন্ডসর থার্মপ্লাস্টিক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, নাভানা সিএনজি, প্যাসিফিক ডেনিমস্, জিপিএইচ ইস্পাত, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ এবং বারাকা পাওয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গতকাল (২৬ অক্টোবর) বোর্ড সভার মাধ্যমে কোম্পানিগুলো ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে এবং উক্ত বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করে। ফলে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন আজ সার্কিট ব্রেকারের বাইরে হবে।

এসএমজে/২৪/বা

Tagged