সাপ্তাহিক গেইনারের শীর্ষে ন্যাশনাল ফিড

এসএমজে ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকায় শীর্ষে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। এই সপ্তাহে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১০ দশমিক ৪২ শতাংশ।

প্রথম অবস্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ারের এই সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লাখ ৪৩ হাজার টাকা। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। এই সপ্তাহে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১০ দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারের মোট লেনদেন হয়েছে ৯০ কোটি ৯৫ লাখ ২৩ হাজার টাকা। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ৬০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারের মোট লেনদেন হয়েছে ১ কোটি ২ লাখ ১ হাজার টাকা। যা গড়ে প্রতিদিন ২০ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলসের ৫ দশমিক ৭১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩ দশমিক ৫১ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানির  ৩ দশমিক ৪৭ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৩ দশমিক ৩৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ৩৮ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ১৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সূত্র:- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা

Tagged