সাধারণ বিনিয়োগকারীরা ঠকলে পুঁজিবাজারেরই ক্ষতি

সাধারণ বিনিয়োগকারীরা যদি কোনো অনিয়মের কারণে ঠকেন তা হলে এটি পুঁজিবাজারেরই ক্ষতি। পুঁজিবাজার টিকে থাকে বিনিয়োগকারীদের উপর ভর করে। এ কারণে বিনিয়োগকারীরা যাতে কোনো কারণে প্রতারিত না হন, সে দিকে লক্ষ্য রাখা খুবই প্রয়োজন।

অব্যাহত পতনের পর অবশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে দাম কমার তালিকায় রয়েছে অধিক সংখ্যক প্রতিষ্ঠান। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে।

টানা দরপতনের কারণে গত মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। এ অবস্থায় বুধবার (১২) কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিললো। অবশ্য তা বিনিয়োগকারীদের খুব একটা সন্তুষ্ট করতে পারছে না। কারণ সূচক বাড়লেও দাম কমার তালিকায় রয়েছে অধিক সংখ্যক প্রতিষ্ঠান।

এখন শেয়ার বিক্রি করে ঈদের আগে আর টাকা তোলা সম্ভব না। তাই ঈদকেন্দ্রিক বিক্রির চাপ কমেছে। এ কারণে দরপতনের মাত্রা কমেছে এবং সূচক ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে হয়।

Tagged