সাইফ পাওয়ারটেক ৪ টি হাই-ফ্লো অক্সিজেন নজেল ক্যানোলা দিল চট্রগ্রাম জেলা প্রশাসককে

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্রগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে ৪ টি হাই-ফ্লো অক্সিজেন নজেল ক্যানোলা হস্তান্তর করেছে।

গতকাল, ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩ টায় এক অনুষ্ঠানে চট্রগ্রামের জেলা প্রশাসক জনাব মো: ইলিয়াস হোসেনের কাছে সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে ৪ টি হাই-ফ্লো অক্সিজেন নজেল ক্যানোলা হস্তান্তর করা হয়। সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে জিনিশগুলো হস্তান্তর করেন কোম্পানিটির সি.ও.ও জনাব মেজর (অব:) হুমায়ুন কবির ও সিনিয়র ম্যানেজার জনাব রেজাউল করিম

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রামের সিভিল সার্জন জনাব ডা: সেখ ফজলে রাব্বি এবং রাউজান পৌরসভার চেয়ারম্যান জনাব এহসানুল হায়দার চৌধুরী (বাবুল)।

এসএমজে/২৪/তা

Tagged