সমন্বিত উদ্যোগ নেই কেনো

প্রতিদিনই বাজার তলিয়ে যাচ্ছে পতনের গর্তে। স্বস্তিদায়ক পুঁজিবাজারই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০১৯ সালের প্রায় পুরোটা সময়ই পুঁজিবাজারে স্বস্তি ছিলো না। এ সময় লাখ-লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে পথে বসে গেছেন। দরপরতনে চলে গেছে অনেকের ঋণের টাকাও। পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তেমন কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে পারেনি। এর মধ্যে বড় ধরনের কোনো পরিকল্পনা দেখা যায়নি। এ কারণে বাজারের কোনো গুণগত পরিবর্তন এর মধ্যে হয়নি। বরং নতুন বছরে বাজার আরো খারাপ হচ্ছে।

এ ক্ষেত্রে পুঁজিবাজারে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বিতভাবে কাজ করছে কি না এই প্রশ্নও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ এসব সংস্থার কাজে সমন্বয় হওয়া শুধু দরকারই নয় অনিবার্য। স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি এই সমন্বয়ের ঘাটতি থাকে তা হলে ভালো কিছু আশা করা যায় না। তখন ঢাকা শহরের ড্রেন খোঁড়ার মতো অবস্থা হয়ে যায়। এক সংস্থা গর্ত করে আরেক সংস্থা এসে ভরাট করে। এরপর আবার অন্য সংস্থা এসে গর্ত করে। এ ধরনের কাজ পুঁজিবাজারে চললে বাজার স্বাভাবিক না হয়ে বরং উল্টো পথে চলবে। এমন বাজার কারো কাছেই কাম্য নয়। তাই বাজারের উন্নতি করতে হলে সমন্বিত উদ্যোগ দরকার। তাহলেই কেবল স্বস্তি আসতে পারে। পাশাপাশি খেয়াল রাখা দরকার একটু অবহেলার কারণে দেশের অর্থনীতির যেন বড় ক্ষতি না হয়।

Tagged