পুঁজিবাজারকে স্থিতিশীল করতে হলে সবকিছু যুগোপযোগী ও বাস্তবসম্মত করতে হবে। যখনই পুঁজিবাজার কিছুটা ভালো হয়, তখনই বিনিয়োগকারীরা আশাবাদী হন। এরপর যখন খারাপ হয়, তারা তখন হতাশ। এটি পুঁজিবাজারের জন্য নতুন কোনো বিষয় নয়। কম-বেশি সব দেশেই হয়ে থাকে। এর বাইরেও আমাদের দেশে বেশকিছু নিয়ম পুঁজিবাজার বান্ধব নয়। তার মধ্যে অন্যতম হচ্ছে, সব কোম্পানির শেয়ারের ফেসভ্যালু। এর থেকে দ্রুত সরে আসা উচিত। এটি বিনিয়োগকারীদের মধ্যে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিকসহ সার্বিক পরিস্থিতি, সম্পদের মূল্যায়নের ভিত্তিতেই ফেসভ্যালু নির্ধারিত হওয়া উচিত। এটি আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছি। কিন্তু কোন যুক্তিতে সংশ্লিষ্টরা বিষয়টি আমলে নিচ্ছেন না বোধগম্য নয়। আন্তর্জাতিক পুঁজিবাজারগুলোর অভিজ্ঞতা আমরা নিতে পারি। ঢালাওভাবে না হলেও যেসব নিয়ম-কানুন অনুরণ করে তারা সাফল্য পেয়েছে, সেগুলো বিবেচনায় নিতে তো আমাদের আপত্তি থাকতে পারে না। আমাদের দেশের বাস্তবতাকে উপলব্ধি করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই বিষয়টি সংশ্লিষ্টরা উপলব্ধি করতে পারবেন বলে আমরা আশা করি।