সবাইকে ঈদের শুভেচ্ছা

সবাইকে ঈদ মোবরক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মানুষের অপেক্ষা থাকে এই দিনটির প্রতি। ধনী গরিব সবাই পবিত্র ঈদুল ফিতরের দিনটিকে আনন্দে উযাপনের মধ্য দিয়ে ভাগাভাগি করে নিতে চান। সবার চাওয়া-পাওয়া একই রকমভাবে পূর্ণ না হলেও প্রত্যাশা থাকে অভিন্ন। দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীরাও ঈদের দিনটিকে আলাদাভাবে পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটাতে চাইবেন। তাই সবার সময়ই আনন্দে কাটুক। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

পুঁজিবাজারে বিনিয়োগকারীরা প্রত্যাশিত মাত্রায় বাজার থেকে সাপোর্টন পাননি। দীর্ঘদিন ধরেই বাজার অস্থির। এই অবস্থায় তাদের ঈদ আসলে কতটা ভালো কাটবে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তারপরও আমরা আশা করবো সবাই দুঃখ কষ্ট ভুলে দিনটি উদযাপন করুন। আপনাদের জীবন হয়ে উঠ্রক উৎসব মুখুর সেই প্রত্যাশায় আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা।

Tagged