এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সর্বোচ্চ পরিমাণ শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে ফরচুন সুজ লিমিটে।
এদিন কোম্পানিটির মোট ৬৪ লাখ ৬৯ হাজার ৭৫টি শেয়ার ৩ হাজার ৮৮৪ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ১৯ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় স্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের। এর মোট ৪৪ লাখ ৬ হাজার ৮০৪টি শেয়ার ১ হাজার ১৪১ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ১২ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। এর মোট ৩৫ লাখ ৭৪ হাজার ১৪ টিশেয়ার ২ হাজার ৬২০ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ১১ কোটি ৫০ লাখ ৯২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ২৮ লাখ ৪০ হাজার ৩১৩, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৮ লাখ ৩৭ হাজার ৮১৭, গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬ লাখ ২৫ হাজার ৬১৬, রূপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ লাখ ৪৬ হাজার ১৫৮, এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ড ২৪ লাখ ১৬ হাজার ১৩৪, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড ২১ লাখ ৮৩ হাজার ১৮৪, সামিট পাওয়ার লিমিটেডের ২১ লাখ ৪৯ হাজার ৮২৭, ফিডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৯ লাখ ৫১ হাজার ৯২৪, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১৯ লাখ ২৩ হাজার ১৫৩, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির ১৭ লাখ ৪৭ হাজার ৯৯০, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ১৭ লাখ ৫ হাজার ৬৯৬, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ১৪ লাখ ৮৯ হাজার ১৯২, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ লাখ ৮ হাজার ৭১৩, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ লাখ ২ হাজার ১৭২, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ১৪ লাখ ১ হাজার ২১৮, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ লাখ ৮৪ হাজার ৬২০, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ১৩ লাখ ২৫ হাজার ২২৫টি শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/লি
ব্রেকিং নিউজ :