এমএসজে ডেস্ক:
সপ্তাহজুড়ে লভ্যাংশ ঘোষণা করেছে ৫ কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিগুলোর ঘোষণা করা লভ্যাংশের পুরোটাই নগদ। কোম্পানিগুলো হলো: গ্রামীণফোন, নিটল ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, আরএকে সিরামিক এবং প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
নিচে লভ্যাংশের তথ্য ছকের মাধ্যমে তুলে ধরা হলো:
কোম্পানির নাম | লভ্যাংশের পরিমান | ইপিএস | এনএভি | এনওসিএফপিএস | রেকর্ড ডেট |
গ্রামীণ ফোন | ১৩০ শতাংশ | ২৫.৫৬ | ২৮.৪০ | ৪২.৫০ | ১৭ ফেব্রুয়ারি |
নিটল ইন্স্যুরেন্স | ১৫ শতাংশ | ৩.২২ | ২৫.৮৯ | ৩.১৩ | ৮ মার্চ |
সামিট পাওয়ার | ১৫ শতাংশ | ২.৮৪ | ৩১.১২ | ৫.২৪ | ২৪ ফেব্রুয়ারি |
জিবিবি পাওয়ার | ৫ শতাংশ | ০.৫৫ | ১৯.৮৫ | ০.৮৯ | ৫ মার্চ |
আরএকে সিরামিক | ১৫ শতাংশ | ১.৭৬ | ১৭.১৮ | ৩.৭০ | ২৫ ফেব্রুয়ারি |
প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড | ৭ শতাংশ | ০.৭৭ | ৮.৯৬ | ০.২১ | ২০ ফেব্রুয়ারি |
এসএমজে/২৪/মি