এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে শেয়ার দর পতনে র্শীষে থাকা ১০ কোম্পানির মধ্যে ১ম স্থানে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহে ওই কোম্পানির দর কমেছে ৩০ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৪৮ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৭ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যার গড় প্রতিদিন ৭ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইলের দর কমেছে ২৫ দশমিক ১১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বমোট ৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়। যার গড় প্রতিদিন ১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের দর কমেছে ২৪ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে এর সর্বমোট ৫২ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যার গড় প্রতিদিন ১০ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু জুট স্ট্যাফলার্সের ১৮ দশমিক ৬৮ শতাংশ, সায়হাম কটনের ১৭ দশমিক ৩০ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ১৬ দশমিক ৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১৬ দশমিক ০৬ শতাংশ, স্টাইল ক্রাফটের ১৫ দশমিক ৯৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ১৫ দশমিক ৯৪ শতাংশ ও সায়হাম টেক্সটাইলের ১৫ দশমিক ২৪ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএমজে/২৪/এমএইচ
ব্রেকিং নিউজ :