সংস্কারের ছোঁয়া লাগুক পুঁজিবাজারেও

রাজনৈতিক পরিস্থিতি বদলের মধ্য দিয়ে সব ক্ষেত্রে সংস্কারে দাবি উঠেছে। এই দাবির যৌক্তিকতা রয়েছে। বিগত অনেক বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম যেভাবে জেঁকে বসেছে, এতে জাতিগত উন্নতির বিষয়টিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তার সংস্কারের দাবি ওঠা খুবই স্বাভাবিক বিষয়।

অন্যান্য ক্ষেত্রে মতো পুঁজিবাজারে এই সংস্কার জরুরি হয়ে পড়েছে। এখানেও পরিবর্তন প্রয়োজন। আজকে সারা দেশে মানুষের মধ্যে একটা পরিবর্নের মানসিকতা তৈরি হয়েছে। মানুষ চাচ্ছে পরিস্থিতির বদল হোক। অনেক সময় ধরে অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছে। তাই আজকে সবাই মনে করছে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া প্রয়োজন।

গণমানুষের এই চাওয়ার বিষয়টিকে এখন গুরুত্ব দেওয়ার সময় এসেছে। বিশেষ করে দেশের পুঁজিবাজার এক দশকের বেশি সময় ধরে অস্থিরতা, অনিয়ম, কারসাজি বিনিয়োগকারীদের বড় ক্ষতি করেছে। এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য এখন কঠোর আইন ও আইন পদক্ষেপ প্রয়োজন। সমগ্র দেশবাসী তাকিয়ে আছে। মানুষ দেখতে চাচ্ছে পুঁজিবাজার সব ধরনের সংকট কাটিয়ে উঠুক। একটা লাম্বা সময় ধরে এই সংকট তৈরি হয়েছে। এখন দরকার এর থেকে উত্তরণ।

Tagged