সংকটকালে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা জরুরি

যেকোনো দুর্যোগকালে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। বিশেষ বিশেষ করে আমাদের আমাদের মতো দেশে এটি আরও জরুরি। কারণ আমাদে রয়েছে নানামুখী সীমাবদ্ধতা। এ কারণ অপরাধ প্রকণতা প্রায়ই মাত্রা ছাড়া হয়ে ওঠে।সামাজিক কাঠিমোগত দুর্বলতার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে যেকোনো সময় সামাজিক শৃঙ্খলায় ঝুঁকি সৃষ্টি হয়। এ কারণে সংকটকালে পৃরো সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা থাকা দরকার।
করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবে সমসাময়িক বিশ্ব এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। উন্নত দেশগুলো যেখানে তাদের অথনৈতিক দিক সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে স্বল্পোন্নত দেশগুলোর কথা বলার অপেক্ষা রাখে না। সেই প্রেক্ষাপটে আমাদের কথা যদি বলি, আমরা অর্থনৈতিকভাবে তেমন শক্তিশালী নই। আয়তনের তুলনায় দেশে জনসংখ্যাও অধিক। উপরন্ত ঘূর্ণিঝড় আমফান দেশে আঘাত হেনেছে। এরূপ দুর্যোগ পরিস্থিতিতে সামাজিক শৃঙ্খলার অবনতির কোন সম্ভাবনা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে আমাদের সকলের সোচ্চার হওয়া দরকার। সরকার পরিস্থিতি মোকাবেলায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদেরও সে বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। যারা অসহায়, আর্থিক সঙ্কটে ভুগছে তাদের আর্থিক ও অন্য সবধরণের সহায়তা নিশ্চিতকরণে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। এতে সামাজিক নানা অপরাধ নিয়ন্ত্রনে থাকবে বলে আশা করা যায়।

Tagged