শেয়ার দর ও সূচকের ওঠা-নামায় সামঞ্জস্য নেই

পুঁজিবাজারে সূচকের ওঠা-নামা আর শেয়ারের দর বাড়া-কমার মধ্যে খুব একটা সামঞ্জস্য দেখা যাচ্ছে না। দেখা যায়, সূচক ঘোড়ার মতো লাফিয়ে বাড়লেও শেয়ার দর বাড়ছে কচ্চপ গতিতে। আবার যখন সূচক কচ্চপ গতিতে কমছে, শেয়ার দর কমছে ঘোড়ার মতো লাফিয়ে। এতে বাজারের প্রকৃত চিত্রটি আড়ালে থেকে যাচ্ছে। বোঝা যাচ্ছে না বাজারের আসল চেহারাটা কী।

বছরের পর বছর দেশের পুঁজিবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা প্রায় নিঃস্ব। অনেকে পুঁজি হারিয়ে বিনিয়োগ সক্ষমতাও হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় সম্প্রতি পুঁজিবাজার কিছুদিন ঊর্ধ্বমুখী হওয়ায় তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, হয়তো লোকসান কাটিয়ে একটু দম নেয়া যাবে। এতে দীর্ঘ সময় দরপতনের ধাক্কায় বিনিয়োগকারীদের যে ক্ষতি হয়েছে, এর থেকে কিছুটা রেহাই মিলতে পারে। কিন্তু বাজারের সূচক এবং শেয়ারের দরের ওঠা-নামায় সামঞ্জস্য না থাকায় তারা দ্বিধায় পড়ে গেছেন। তাই অতীতের মতো বাজারচিত্র লোকদেখানো কিনা সে প্রশ্ন জাগাটাও এখন স্বাভাবিক বিনিয়োগকারীদের কাছে। সুতরাং দৃশ্যত বাজার ঘুরে দাঁড়ালেও বিনিয়োগকারীরা খুব একটা লাভবান হচ্ছেন, এমনটি বলা যাচ্ছে না।

Tagged