শেয়ারবাজার যদি ‘ডাকাতদের  আড্ডা’ হয়, এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না?

দেশের শেয়ারবাজার ‘ডাকাতদের আড্ডা’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এক ডাকাত চলে গেলে আরেকটা ডাকাত আসছে। এ ক্ষেত্রে বড় ধরনের সংস্কার প্রয়োজন। প্রধান উপদেষ্টাও এর সংস্কারে জোর দিয়েছেন। সম্প্রতি পুঁজিবাজার প্রতিবেদকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন শফিকুল আলম।

এখন কথা হচ্ছে শেয়ারবাজার যদি ডাকাতদের আড্ডা হয়ে থাকে, তা হলে এর বিরুদ্ধে শক্ত অবস্থা গড়ে তোলা হচ্ছে না কেন? কার স্বার্থে বছরের পর বছর ডাকাত পালন করা হচ্ছে। এর উত্তর চাওয়ার অধিকার কিন্তু দেশবাসীর রয়েছে। বিশেষ করে একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের ডাকাতি হতে পারে না। এই কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে নানাভাবে বলে আসছি। কেউ কানে তুলেছেন বলে মনে হয় না। এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে আশা পোষণ করি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা সক্রিয় হবেন। না হলে সব কথাই অসাড় হয়ে যেতে পারে। এটি মাথা রাখতে হবে। যারাই কাজ করবেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে- সৎ থেকে কাজ করুন। দেশের জন্য কিছু করুন।

Tagged