শেয়ারবাজারে সবাই মিলে একটি টিম হিসেবে কাজ করা দরকার

শেয়ারবাজার একটি দলগতভাবে কাজ করার ক্ষেত্র। এখানে বিচ্ছিন্নভাবে কিছু একটা করলে কাজের কাজ কিছুই হবে না। প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকাটা খুবই প্রয়োজন। না হলে নানামুখি সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যে বিষয়টি প্রমাণিত।

আমাদের দেশে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়েরও বড় সমস্যা রয়েছে। সেই সঙ্গে দলগতভাবে দেশের কল্যাণে কাজ করার উদ্যোগেরও ঘাটতি আছে। বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যে সমন্বয় বা যোগাযোগ আগের চেয়ে অনেক কমে গেছে। শেয়ারবাজারের স্বার্থে এই যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি দলগতভাবে কাজ করার ক্ষেত্রে বাজার–সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে।

শেয়ারবাজারে সূচক বাড়লেই সবাই খুশি হন। কিন্তু বাজার যখন বেশি ওপরের দিকে যায়, তখন একটু সতর্ক হতে হবে। অনেক সময় নিয়ন্ত্রক সংস্থার ভুল নীতির কারণেও শেয়ারবাজারে সমস্যা দেখা দেয়। সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। অতীত অভিজ্ঞতায় দেখেছি, ব্যাংকগুলো বাজারে বেশি বিনিয়োগ করায় বাজার অনেক ওপরে উঠে গিয়েছিল। এরপর হঠাৎ ব্যাংকগুলোকে বিনিয়োগ কমিয়ে আনার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে বাজার ক্ষতিগ্রস্ত হয়। তাই হুটহাট করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে পুঁজিবাজারকে ঝুঁকিতে রাখা ঠিক নয়। সবাই মিলে একটি টিম হিসেবে কাজ করতে হবে।

Tagged