শেয়ারবাজারে কারসাজি: রাজনৈতিক প্রভাবশালীদেরও জবাবদিহি প্রয়োজন

একটি দেশের রক্তপ্রবাহ হিসেবে কাজ করে অর্থনীতি। এটির সরবরাহে যদি তারতম্য হয় ঘটতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। এখানে হার্ট হিসেবে কাজ করে রাজনীতি। এর কাজ হচ্ছে সর্বাঙ্গে প্রয়োজনীয় রক্তপ্রবাহ নিশ্চিত করা। তাই দেখা যাবে যেকোনো ব্যবস্থাপনাই রাজনীতি খুবই গুরুত্ব নিয়ামক হয়ে দাঁড়ায়। সুতরাং রাজনীতি যদি ঠিক না থাকে এর প্রভাব পড়ে সর্বক্ষেত্রে। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রে দেখা গেছে রাজনীতির মন্দ প্রভাব বেশ সক্রিয়।

সম্প্রতি দেশের অর্থনীতি বিষয়ে গঠিত শ্বেতপত্র প্রকাশ কমিটির প্রতিবেদনে খুব জোরের সঙ্গে বলা হয়েছে- রাজনৈতিকভাবে প্রভাবশালীরা শেয়ারের দাম কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতি করে। কিন্তু কারসাজির নায়কদের বিচার হয়নি।

যেখানে রাজনীতিবিদরা সরকারে বা বিরোধী দলে থেকে অর্থনীতি তথা শেয়ারবাজারকে জনস্বার্থে সুরক্ষা দেবেন, ভালো মন্দ দেখভাল করবেন কিন্তু তারা অনেকেই করেছেন উল্টো কাজ। অর্থাৎ লুটেরাদের সঙ্গে সামিল হয়েছেন, পুঁজিবাজার উজাড় করতে। এটি খুবই লজ্জাজনক বিষয়। কিন্তু এই কাজটি অনেকে করেছেন। তাই আমরা মনে করি তাদেরও জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। তারা কিছুতেই দায় এড়াতে পারেন না।

Tagged