শীর্ষ নয় ব্রোকারেজ হাউজের সাথে বৈঠকে বসবে বিএসইসি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শীর্ষ ৯ ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় কমিশনে এই বৈঠক শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

বৈঠকে অংশ নিতে এবি সিকিউরিটিজের চেয়ারম্যান এম ফজলুর রহমান, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের প্রতিনিধি মো. রেজাউর রহমান, ইউসিবি ক্যাপিটালের সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউনাইটেড সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, আইডিএলসি সিকিউরিটিজের সিইও মো. সাইফুদ্দিন, সিটি ব্রোকারেজের সিইও মিসবাহ উদ্দিন আফ্ফান ইউসুফ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও আহসানুর রহমানকে চিঠি দেওয়া হয়েছে। বৈঠকে বিএসইসির সকল কমিশনার ও নির্বাহী পরিচালকেরা অংশ নেবেন।

এসএমজে/২৪/রা

 

Tagged