শক্ত হাতে হাল ধরতে হবে পুঁজিবাজারের

অরাজকতার মধ্য দিয়ে কোনো ব্যবস্থাপনাই সঠিক গন্তব্যে পৌঁছুতে পারে না। সবকিছুর জন্যই চাই শৃঙ্খলা। বিশৃঙ্খভাবে কোনো জাতি চলতে পারে না। দেশের পুঁজিবাজারের দিকে তাকালে দেখা যাবে অনেক বেশি অরাজকতা, অনেক বেশি বিশৃঙ্খলা। তাই সঠিক পথে শেয়ারবাজারকে আনতে হলে শক্ত হাতে হাল ধরতে হবে। এর জন্য ব্যবস্থাপনার দুর্বলতা কাটাতে হবে। মনে রাখতে হবে রক্ষক যদি কোনো কিছুর ভক্ষক হয়ে যায়, তা হলে সেই বিষয়টি বেশি দূর এগোতে পারে না।

আমরা বলতে চাই পুঁজিবাজারের যারা কর্তৃপক্ষ, যারা নিয়ন্ত্রক সংস্থা, তাদেরকে শক্ত করতে হবে। অনিয়ম আর দুর্নীতিক্তু করতে হবে। এর মধ্য দিয়ে এমন একটি ব্যবস্থপনা তৈরি করতে হবে, সেখানে আর কেউ অনিয়ম করার সুযোগ পাবে না।

বাজার পরিচালায় দুর্বলতা থাকলে সেটি কখনো স্থিতিশীল হবে না। এর মধ্যে নানামুখী অনিয়ম যুক্ত হবে। এই ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না।  বিশেষ করে একটি স্বাধীন দেশের অর্থনীতির স্বার্থেই পুঁজিবাজারের সব ধরনের সংকট দূর করতে হবে। এট অসম্ভব কিছু না। আমাদের সামনে খারাপ এবং ভালো দুই ধরনেরই নজি রয়েছে। এখন আমরা কোনটা নেবো সেটিই হচ্ছে আসল কথা।

Tagged