পুঁজিবাজাবে বিনিয়োগ করে অনেকে কোটিপতি বনে গেছেন, এটি মিথ্যা কথা নয়। আবার কেউ পথে বসে গেছেন, এটিও মিথ্যা কথা নয়। তবে কোটিপতি হওয়ার লোভে নয়, ব্যবসার মানসিকতা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। লোভ মানুষকে ধ্বংস করে। এটি অন্যান্য ক্ষেত্রের মতো পুঁজিবাজারের বেলায়ও সত্য। লোভে পড়ে এখানে বিনিয়োগ করা মানে নিজের ধ্বংসকে ডেকে আনা। কারণ পুঁজিবাজার সম্পূর্ণ ব্যবসায়িক মানসিকতার জায়গা। অন্য ব্যবসায় যেমন লাভ-লোকসান আছে, পুঁজিবাজারেও তাই। ফলে কেউ যদি মনে করেন পুঁজিবাজারে বিনিয়োগ মানে কাড়ি কাড়ি টাকা, এটি সঠিক হবে না। তবে হ্যাঁ বুঝে-শুনে বিনিয়োগ করতে পারলে এখানে কোটিপতি হওয়ার রাস্তাও পাওয়া যায়। এর জন্য সঠিক উপায়ে বিনিয়োগ করাটা অনেক বেশি জরুরি।
পুঁজিবাজার খুবই স্পর্শকাতর জায়গা। এখানে শুধু পুঁজি বিনিয়োগ করলেই হবে না, বুদ্ধিও বিনিয়োগ করতে হবে। অর্থাৎ বুদ্ধিমত্তার সঙ্গে লেনদেন করতে হবে। এই বুদ্ধিমত্তা একদিন তৈরি হবে না। এর জন্য দরকার ধৈর্য। দরকার অভিজ্ঞতা। যার আলোকে বিনিয়োগ করে দ্রুত সাফল্য পাওয়া সম্ভব। তাই আবারও বলবো, কেউ লোভে পড়ে বিনিয়োগ করবেন না, জেনেবুঝে করবেন। তা হলে সফল হওয়া সম্ভব।