লেনদেনে স্থবিরতা কাটানোর উদ্যোগ দরকার

দেশের স্বাধীনতার পর থেকে আমাদের অনেক ক্ষেত্রে পরিবর্তন এসেছে এবং অনেক পরিবর্তন বেশ অর্থবহ হয়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। কিন্তু পুঁজিবাজারে সেভাবে আমরা অগ্রসর হতে পারিনি। এখানে অনেক সম্ভাবনা থাকলেও সে তুলনায় কাজে লাগানো যায়নি। বিভিন্ন সময় পুঁজিবাজারের উন্নয়নের কথা নীতিনির্ধারকরা বললেও তার আশানুরূপ প্রতিফলন বাজারে দেখা যায়নি। বিশেষ করে গত প্রায় একদশক ধরে বাজারে যে মন্দা চলছে এটি বিশ্বে নজির বিহীন। এতো দীর্ঘ সময় পুঁজিবাজারে এমন মন্দা আর কোথাও দেখা যায়নি। সম্প্রতি দেশের পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর দাবি করা হলেও, সেটি বাস্তবে কতটা হয়েছে এখনো দেখার বিষয়। বিশেষ করে লেনদেনের পরিমাণ এখনও আশাব্যঞ্জক নয়। মাঝে-মধ্যে হাজার কোটি টাকা হলেও, বেশির সময়ই ৬-৭শ কোটির ঘরে থাকে লেনদেন। যা আন্তর্জাতিক পুঁজিবাজারগুলোর তুলনায় খুবই হতাশাজনক। তাই যেভাবেই হোক লেনদেন স্থবিরতা কাটানোর জন্য বিশেষ উদ্যোগ দরকার।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে পুঁজিবাজারের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আমরা মনে করি বিষয়টি বাস্তবায়ন হওয়া খুবই প্রয়োজন। এটি বাজারের সক্ষমতা বাড়াবে এবং লেনদেন স্থবিরতা কাটাতো ভূমিকা রাখবে।

Tagged