এসএমজে ডেস্ক:
বছরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ডিএসইর মোট লেনদেনে এই খাতের অবদান রয়েছে ১৪ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ডিএসইর মোট লেনদেনে এই খাতের অবদান রয়েছে ১৪ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ডিএসইর মোট লেনদেনে এই খাতের অবদান রয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ১০.১ শতাংশ, সাধারণ বীমা খাতে ৭.৯ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৭.৬ শতাংশ, সিমেন্ট খাতে ৭.৬ শতাংশ, বিবিধ খাতে ৫.২ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৩.৮ শতাংশ, খাদ্য ও আনুসাঙ্গিক খাতে ৩.৭ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ২.৯ শতাংশ, সিরামিক খাতে ২.৮ শতাংশ, টেলি যোগাযোগ খাতে ২.৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৩ শতাংশ, চামড়া শিল্প খাতে ১.১ শতাংশ, জীবন বীমা খাতে ১.১ শতাংশ এবং কাগজ ও মুদ্রণ খাতে ০.৩ শতাংশ লেনদেন হয়েছে। সূত্র: ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।
এসএমজে/২৪/বা