লভ্যাংশ ঘোষণা করেছে প্রিমিয়ার সিমেন্ট

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড আজ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ  ঘোষণা করেছে।কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ৭ ডিসেম্বর ২০২০। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর ২০২০ সকাল বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির এ বছর শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয়েছে ২.৫৫ টাকা। আগের বছর ছিল ৫.৮০ টাকা। এ বছর নেট অ্যাসেট ভেল্যু(এনএভি) হয়েছে ৪৯.৭৪ টাকা। আগের বছর ছিল ৪৮.১৯ টাকা।এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার(এনওসিএফপিএস)হয়েছে ৬.৯৯ টাকা। আগের বছর ছিল ৬.০৫ টাকা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged