রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পারার ঘটনা ফুটবলে হরহামেশাই দেখা যায়। খেলোয়াড়েরা অনেক সময় রেফারির সঙ্গে এসব নিয়ে তর্কেও জড়ান। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করেন। তাই বলে সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই রেফারির গায়ে হাত তোলা! সম্প্রতি ফ্রান্সের ফুটবলে এমনই এক ঘটনা ঘটেছে। তবে মূলধারার ফুটবলে নয়, রেফারিকে ঘুষি মারার ঘটনাটি ঘটেছে ফ্রান্সের অপেশাদার ফুটবল প্রতিযোগিতায়।
ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারি। বিষয়টি নিয়ে তদন্ত শেষে রেফারিকে ঘুষি মারার শাস্তি হিসেবে ওই খেলোয়াড়কে গত পরশু ২৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই শাস্তি নিয়ে ফ্রান্সের অরলানস শহরের ফুটবলপ্রধান বার্নার্ড বোরিলন বলেছেন, ‘প্রতি সপ্তাহেই আমাদের এই ধরনের সহিংসতার সঙ্গে আমাদের লড়াই করতে হয়। আমার মনে হয় আমাদের এবারের পদক্ষেপে ক্লাবগুলোর সভাপতিদের টনক নড়বে। এমনটা আর হতে দেওয়া যাবে না। এটা ক্ষমার অযোগ্য।’
শাস্তি পাওয়া খেলোয়াড়টির নাম অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ওই খেলোয়াড়ের দুই সতীর্থকেও শাস্তি দেওয়া হয়েছে। তবে তার মতো অতটা নয়—একজনকে দুই বছর, আরেকজনকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দুজনই রেফারিকে হুমকি দিয়েছিলেন। আর তাদের দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে।
এসএমজে/২৪/রা