রাজনৈতিক ছত্রছায়ায় পুঁজিবাজার লুটপাট বন্ধ করতে হবে

রাজনীতিবিদরা কখনো স্টক মার্কেটকে উপযুক্ত মাত্রায় কাজে লাগাতে পারেননি। এটি যে অর্থনীতির মূল চালিকাশক্তি, এটা কেউ বোঝেনি। অর্থনীতি চালাতে স্টক মার্কেট যে অনেক বড় ভূমিকা রাখতে পারে সেটা আমরা ধারণ করতে পারিনি। আমরা দেখেছি, গত ১৫ বছর কীভাবে শেয়ারবাজারেকে অবহেলা করা হয়েছে। এক্ষেত্রে রাজনীতিবিদরা কোনো ধরনের বিচক্ষণতা দেখাতে পারেনি। বরয় এখন অভিযোগ উঠেছে রাজনৈতিক ছত্রছায়া কেউ কেউ পুঁজিবাজারে লুটপাট চালিয়েছে।

স্টক মার্কেট যদি স্বচ্ছভাবে চলে তাহলে সাধারণ মানুষও মনে করবে এখানে বিনিয়োগ করা যায়। সবাই তাদের পরিবারের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য বিনিয়োগ করবে। মার্কেটের সঙ্গে জড়িত প্রত্যেকটা ব্রোকারেজ হাউজে শিক্ষিত ছেলে-মেয়েদের অনেক বড় চাকরির সুযোগ রয়েছে।

যারা পুঁজিবাজার লুটপাট করেছে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারাই ঘুরেফিরে আবারও পুঁজিবাজারে এসব কর্মকাণ্ড চালাবে। কারণ দিন শেষে টাকা কথা বলে। তাদের লুটপাটের কারণে অনেকে আত্মহত্যা করেছে, অনেকে নিঃস্ব হয়েছে। তাই তাদের আইনের আওতায় আনতে হবে। এখন শোনা যাচ্ছে অনেকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে পুঁজিবার থেকে সুবধি নিয়েছেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন। এসবের বিরুদ্ধে এখন সরব হওয়া প্রয়োজন।

Tagged