যান্ত্রিক ত্রুটির কারণে প্রবেশ করা যাচ্ছে না ডিএসই’র ওয়েবসাইটে

এসএমজে ডেস্ক:

আবারো যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে সমস্যা দেখা যাচ্ছে। আজ বিকেল প্রায় সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ডিএসই’র ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছিল না।

যান্ত্রিক ত্রুটির কারণে আজ দুপুর সোয়া ২টা থেকে ডিএসইর ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছিল না। দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসই ওয়েবসাইটে একাধিকবার প্রবেশের চেষ্টা করা হলেও প্রবেশ করা যায়নি সাইটিতে।

এর আগে আজ সোমবার সকালেও ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সোয়া ১ ঘণ্টা পর লেনদেনের তথ্য হালনাগাদ শুরু হয়েছে। এদিন সকাল ১০টা ৫৬ মিনিট থেকে ডিএসইতে লেনদেনের তথ্য বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা ১৮ মিনিট পর অর্থাৎ দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ডিএসইতে তথ্য হালনাগাদ শুরু হয়।

ডিএসইর পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।

এসএমজে/২৪/বা

Tagged