যত দ্রুত সম্ভব পুঁজিবাজারে সুশাসনের ব্যবস্থা করুন

দেশের পুঁজিবাজার বিষয়ে সরকারের প্রথম কাজ হওয়া উচিত বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য যেসব বিষয়ে তাদের অস্বস্তি আছে, সেগুলো আপাতত দূরে রাখা। বিনিয়োগকারীদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং বাজার মধ্যস্থতাকারীদের মধ্যে দূরত্ব তৈরি করে এ বাজার পরিচালনা করা যাবে না।

নিয়ন্ত্রক সংস্থার মধ্যেই বিশৃঙ্খল অবস্থা এবং পারস্পরিক অনাস্থার পরিবেশ দেখলে কোনো বিনিয়োগকারী এ বাজারে বিনিয়োগে আগ্রহী হবেন না। এ ধরনের পরিবেশ অবসানের পদক্ষেপ নেওয়াও জরুরি।

শেয়ারবাজারের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। দীর্ঘ দিন ধরে শেয়ারবাজারের অবস্থা খারাপ। বড় ধরনের পরিবর্তন না এলো বাজার ঘুরে দাঁড়ানো সহজ নয় বলে মনে হয়। এখন আর বিষয়টি ছোট জায়গায় নেই। সরাসরি সরকারকে যুক্ত হতে হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। তিনি বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। তবে এখানেই শেষ নয়। পুঁজিবাজার সঠিক পথে চলতে হলে সরকারের দীর্ঘ মনোযোগ প্রয়োজন। বিক্ষিপ্তবাবে একটি দুটি বৈঠক করে এই সমস্যা সমাধান করা যাবে না। এত বছরের জঞ্জাল সরাতে হলে দীর্ঘ মেয়াদি পদক্ষেপ প্রয়োজন। আর যত তাড়া তাড়ারি সম্ভব পুঁজিবাজারে সুশাসনের ব্যবস্থা করুন। এটিই এখন বড় দাবি।

Tagged