মেঘনা লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানি প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০২০) ৪৫ কোটি ৫৭ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আগের বছর একই সময় কমেছিল ৪০ কোটি ৩০ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৪৫  কোটি ১৯ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল এক হাজার ৬৪৬ কোটি ৪৩ লাখ টাকা।

অন্যদিকে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২০২০) ১৭ কোটি ৩৯ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় বেড়েছিল ২৯ কোটি ৯৯ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮০৮ কোটি ১৬ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল  এক হাজার ৭১৬ কোটি ৭৩ লাখ টাকা।

এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ২৮ কোটি ১৮ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল  ১০ কোটি ৩০ লাখ টাকা।

এসএমজে/২৪/রা

Tagged