মার্জিন ঋণের সুদ কমানো: বিএসইসির আহ্বান সময়োপযোগী

ব্যাংক থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিয়ে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো ১৭ শতাংশ পর্যন্ত হারে মার্জিন ঋণ দেয়। যা ব্যাংকের থেকে নেওয়ার তুলনায় সুদ হার অনেক বেশি। এই সুদ হারকে কমিয়ে আনার জন্য ব্রোকারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। সম্প্রতি শীর্ষ ব্রোকারদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে কমিশন এ আহ্বান জানায় বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। বিষয়টি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হতে পারে।

একটি গতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে হলে সময়োপযোগী পদক্ষেপই নিতে হবে। তা না হলে যুগের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে যাবে। এ কারণে নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমাদের ধারণা। যদিও অন্তত ৩-৪ শতাংশ কমানো উচিত বলে ব্রোকাররাও মনে করে। তবে কমিশন এই সুদ হার ১২ শতাংশে নামিয়ে আনার জন্য বলেছে। কমিশনের বিষয়টি ইতিবাচকভাবে দেখা উচিত ব্রোকারদের। কারণ লেনদেন বাড়লে ব্রোকারদের আয়ও বাড়বে। তাই বিষয়টি বাজারের জন্য দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ হতে পারে।

Tagged