নিজস্ব প্রতিবেদক:
প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দিনের শুরুতেই পড়েছে পতনের কবলে। লেনদেন শুরু হওয়ার মাত্র ১৫ মিনিটে ডিএসই এক্স ইনডেক্স হারিয়েছে ২০০ পয়েন্টেরও বেশি পয়েন্ট।
লেনদেনে দর বেড়েছে মাত্র ৫টি কোম্পানির শেয়ারের, দর কমেছে ৩০৩টি কোম্পানির শেয়ারের এবং দর অপরিবর্তীত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার। এই ১৫ মিনিটে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা।
এদিকে, ডিএসই শরিয়াহ ইনডেক্স ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৯১০ পয়েন্টে এবং ডিএস৩০ ইনডেক্স ৬৬ পয়েন্ট কমে হয়েছে ১৩১৫ পয়েন্ট।
হুট করে দিনের শুরুতে এই দরপতনের ব্যাপারে বাজার বিশ্লেষকরা মনে করেন, বাজারের সাথে সম্পৃক্ত কতিপয় লোকেরাই করোনাভাইরাসের প্রভাবের আড়ালে নিজেদের স্বার্থ উদ্ধার করছে। বিগত দশ বছর ধরেই এই কারসাজি চলছে। দেশে কোনো সমস্যা দেখা দিলেই নির্দিষ্ট এই লোকেরা সেই সমস্যার আড়ালে ব্যাপকভাবে কারসাজিতে সক্রিয় হয়ে উঠেন।