পুঁজিবাজারে ২০১০ সালের মহাধসের পর সর্বোচ্ছ লেনদেন হয়েছে। এতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিনিয়োগকারীরা প্রায় ১১ বছর আগের স্মৃতিতে ফিরে যেতে পারেন। পাশাপাশি বিষয়টি তাদের ভাবনা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর প্রথম কার্যদিবসে গত রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২ হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকা। এটি গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে।
এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ২০১০ সালের ডিসেম্বরে ব্যাপক ধস নামে পুঁজিবাজারে। সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমে যায় ব্যাপকভাবে।
ডিএসইতে রোববার আগের দিন থেকে ৪৮৭ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২ হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকা। লেনদেন বাড়লেও সূচক কমেছে ডিএসইতে। লেনদেন শেষে ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৮ পয়েন্টে।
এখন দেখার বিষয় হচ্ছে বাজারের লেনদেনের গতি কতটা স্থিতিশীল থাকে। তবে লেনদেনের এই জোয়ার বিনিয়োগকারীদের মধ্যে নতুক বাজার নিয়ে আশার সঞ্চার করবে বলে ধারণা করছি।