ভালো মানের কোম্পানি শেয়ারবাজারে আনতে উদ্যোগী হতে হবে

ভালো মানের ও বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারমুখী করার ক্ষেত্রে আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন। যাদের বার্ষিক টার্নওভার বা বিক্রি হাজার কোটি টাকার বেশি, তাদেরকে শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য জোরালে চেষ্টা থাকতে হবে।

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মধ্যে অগ্রাধাকির ভিত্তিতে এটি করা উচিত
তা হলে পুঁজিবাজারে গতিশীলতা দ্রতু দৃশ্যমান হবে। যে বাজারের স্থিতিশীলতা ব্যাপক ভূমিকা রাখবে। আইপিওতে ভালো কোম্পানি যাতে শেয়ার বিক্রি করে ভালো মূল্য পায় এবং কেউ যাতে মিথ্যা তথ্য দিয়ে শেয়ার বিক্রি করতে না পারে, তার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতেও প্রয়োজনীয় পদেক্ষ থাকতে হবে।

সুপারিশ প্রণয়নে দীর্ঘ সময় নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাজেদুর রহমান বলেন, টাস্কফোর্সকে সুনির্দিষ্ট ১৭টি ইস্যুতে সুপারিশ দিতে বলা হয়েছে। এটি অনেক বড় কাজ। টাস্কফোর্স সদস্যরা প্রত্যেকে নিজ পেশায় অনেক ব্যস্ত। এর মধ্য থেকে কিছুটা সময় বের করে কাজ করছেন। যে ধরনের সুপারিশ দিতে বলা হয়েছে, যার সবটা সম্ভব নয়। এর জন্য বিশেষ দক্ষতা দরকার। নতুন করে বিশেষজ্ঞ কাউকে নিতে হবে। এ ছাড়া শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার বিষয়ে যে সুপারিশ করেছে টাস্কফোর্স তার একটি ইতিবাচক মীমাংসা করতে হবে।

নীতি ঠিক থাকলে, তা যার যা করার কথা, তা করে থাকলে আজকের এ অবস্থা হওয়ার কথা ছিল না। এখানে আইন আছে, তবে আইনকে উপেক্ষা করে কাজ হয়েছে।
‘যেহেতু বড় পরিবর্তনের পর কমিশনে নতুন নেতৃত্ব এসেছে, তাই এখন বিষয়গুলো শক্ত হাতে সমাধান করতে হবে।

Tagged