দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুর্বল মানের কোম্পানি কারসাজির বড় হাতিয়ার। আবার দুর্বল কোম্পানি তালিকাচ্যুত করার আইনি ব্যবস্থাও দুর্বল। ফলে বন্ধ কোম্পানির শেয়ারও এই বাজারে চড়া দামে কেনাবেচা হয়। এ কারণে শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানিসহ ভালো মৌলভিত্তির কোম্পানি তালিকাভুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। এই কাজে যত বেশি কালক্ষেপণ হবে, ক্ষতি তত বাড়বে।
এছাড়া পদ্ধতিগত সংস্কারের পাশাপাশি বাজারের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া প্রয়োজন। পুঁজিবাজারের স্বার্থে কিছু বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হলে ধীরে ধীরে বিনিয়োগকারীদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভালো কোম্পানি বাজারে আনা। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা।
ডিএসইর তথ্য মতে, গত ১০ বছরে গড়ে প্রতিবছর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৬০০ কোটি টাকা সংগ্রহ করেছে বিভিন্ন কোম্পানি। তালিকাভুক্ত এসব কোম্পানির বেশির ভাগই ছিল দুর্বল মানের। তার বিপরীতে উল্লিখিত সময়ে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা কমে অর্ধেক হয়ে গেছে। তার বাইরে সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা কমেছে আরও বেশি। তাই এসব বিষয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।