এসএমজে ডেস্ক :
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯ কোম্পানির লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির মোট ২২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক। কোম্পানির মোট ৯ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার। কোম্পানিটির মোট ৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তাছাড়া, ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্টান্ডার্ড সিরামিকের ৭২ লাখ ৩ হাজার, ব্র্যাক ব্যাংকের ৪৮ লাখ ৩০ হাজার, লঙ্কা বাংলা ফাইন্যান্সের ১৭ লাখ, কনফিডেন্স সিমেন্টের ৯ লাখ ৭০ হাজার, ন্যাশনাল পলিমারের ৭ লাখ ৭৬ হাজার এবং এসএস স্টিলের ৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি