এসএমজে ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি প্রতিষ্ঠানের ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ১৯ প্রতিষ্ঠানরে ২৮ লাখ ৩ হাজার ৫১১টি শেয়ার ২৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৯ লাখ টাকার বিকন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর।
এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৬৬ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ১০ লাখ ৬৪ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬৫ লাখ ৯৪ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮৪ হাজার টাকার, ফাইন ফুডসের ৭ লাখ ৩৩ হাজার টাকার, গ্রামীণফোনের ৩৩ লাখ ২৫ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৭৮ হাজার টাকার, নাভানা সিএনজির ৯ লাখ ১৮ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ২১ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৪৬ লাখ ৫০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৬ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ লাখ ২২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৮ লাখ ৩ হাজার টাকার, সিনোবাংলার ২১ লাখ ৩৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৯ লাখ টাকার এবং এসএস স্টিলের ৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে জানা গেছে।
SMJ/24/MH