এসএমজে ডেস্ক:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির মোট ১ কোটি ৭ লাখ ১২ হাজার ৩২৯ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ৮ কোটি ৭৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এস.এস.স্টিল লিমিটেডের মোট ৪ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমরা নেটওয়ার্ক, এডিএন টেলিকম, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, এ্যাপোলো ইস্পাত, ব্রিটিশ এ্যামেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, মেরিকো বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এম আই সিমেন্ট ফ্যাক্টরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংক, ফার্মা এইড, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রবি আজিয়াটা, এসকে ট্রিমস, সোনালী পেপার এ্যান্ড বোর্ড মিলস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড সিরামিক, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং উত্তরা ফাইন্যান্স লিমিটেড।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/তা