এসএমজে ডেস্ক:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ৩১ কোম্পানির মোট ৪৮ লাখ ৬১ হাজার ৩২২ টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৪৪ লাখ ২ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানির মোট ৪ কোটি ৫৯ লাখ ৯৬হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানির মোট ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বার্জার পেইন্টের ১ কোটি ৩৮লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
ব্র্যাক ব্যাংক | ৪ কোটি ৫৯ লাখ ৯৬হাজার | ইসলামি ব্যাংক | ২৪ লাখ ৯ হাজার |
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস | ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার | ওরিয়ন ফার্মা | ২২ লাখ ৫ হাজার |
বার্জার পেইন্ট | ১ কোটি ৩৮লাখ | লংকা বাংলা ফাইন্যান্স | ২০ লাখ ৭০ হাজার |
রিপাবলিক ইন্স্যুরেন্স | ১ কোটি ৩১ লাখ ৫০ হাজার | ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ১৯ লাখ ১৪ হাজার |
ট্রাস্ট ব্যাংক | ১ কোটি ১৮ লাখ | আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড | ১৮ লাখ ৯০ হাজার |
সিটি ব্যাংক | ১ কোটি ৬ লাখ ৬০ হা্জার | নর্দার্ন ইন্স্যুরেন্স | ১৩ লাখ ৬০ হাজার |
এসকে ট্রিমস | ৭৬ লাখ ৭৫ হাজার | প্যারামাউন্ট টেক্সটাইল | ১৩ লাখ ২৬ হাজার |
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট | ৭২ লাখ ৪৫ হাজার | এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স | ১১ লাখ ৯৪ হাজার |
স্কয়ার ফার্মা সিউটিক্যালস | ৭২ লাখ ৩২ হাজার | ইস্টার্ন ইন্স্যুরেন্স | ১২ লাখ ৫০ হাজার |
বিডি ফাইন্যান্স | ৬৭ লাখ ৬০ হাজার | ফাইন ফুডস | ১২ লাখ ২৮ হাজার |
এমএল ডাইং | ৬৬ লাখ ২৩ হাজার | কেডিএস এক্সেসোরিস | ৯ লাখ ৩০ হাজার |
গ্রামীণ ফোন | ৫৫ লাখ ৫৬ হাজার | আলিফ ম্যানুক্চোরিং | ৭ লাখ ৬০ হাজার |
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স | ৪৮ লাখ ৬০ হাজার | সী পার্ল রিসোর্ট | ৭ লাখ ৫৮ হাজার |
ওয়ালটন হাইটেক | ৩৭ লাখ ৬২ হাজার | ফনিক্স ইন্স্যুরেন্স | ৫ লাখ ৩৯ হাজার |
আইসিবি প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড | ২৯ লাখ ২০ হাজার | কর্ণফুলী ইন্স্যুরেন্স | ৫ লাখ ১২ হাজার |
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স | ২৭ লাখ |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি