ব্লক মার্কেটে ২৬ কোম্পানির লেনদেন ১৪ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির মোট  লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এস.এস.স্টিল লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি  ৫১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়া লিমিটেডের মোট ১ কোটি  ২৩ লাখ ২২ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- দ্যা একমি ল্যাবরেটরিজ, বারাকা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, দ্যা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি, ইস্টার্ণ ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেরিকো বাংলাদেশ, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি, সমতা লেদার কমপ্লেক্স, সিঙ্গার বাংলাদেশ, এসকে ট্রিমস, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

 

 

Tagged