ব্লক মার্কেটে ১৯ কোম্পানির লেনদেন ১৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মোঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৯ কোম্পানির মোট ৩৮ লাখ ২০ হাজার ৩৩৭টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। কোম্পানির মোট ৯ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস। কোম্পানির মোট ২ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক মোট ১ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন, আজিজ পাইপস, বিডি থাই, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, সিভিও পেট্ট্রো কেমিক্যাল, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, লংকা বাংলা, মীর আক্তার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, রংপুর ফাউন্ডারি, সাইফ পাওয়ারটেক, সুরিদ ইন্ডাস্ট্রিজ এবং সোনারগাও টেক্সটাইল লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged