এসএমজে ডেস্ক:
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৯ কোম্পানির মোট ১ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৫২১টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৬ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানির মোট ৩১ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানির মোট ৫ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের মোট ৪ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
| কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
| স্কয়ার ফার্মাসিউটিক্যালস | ৩১ কোটি ২৭ লাখ ৯৪ হাজার | এমএল ডাইং | ৫০ লাখ |
| রেনেটা | ৫ কোটি ২৮ লাখ ৪৪ হাজার | প্যারামাউন্ট টেক্সটাইল | ৩২ লাখ ৭৬ হাজার |
| এবি ব্যাংক | ৪ কোটি ৯৫ লাখ ৮০ হাজার | কোহিনূর ক্যামিকেলস | ১৫ লাখ ৫৮ হাজার |
| রেকিট বেনকিজার | ৩ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার | বারাকা পাওয়ার | ১০ লাখ ৮০ হাজার |
| ব্যাংক এশিয়া | ২ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার | সিঙ্গার বাংলাদেশ | ১০ লাখ |
| পদ্মা অয়েল | ২ কোটি ৪৫ লাখ ৫২ হাজার | এক্সিম ব্যাংক | ৯ লাখ |
| সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা | ১ কোটি ৯৫ লাখ ২২ হাজার | ব্র্যাক ব্যাংক | ৭ লাখ ২০ হাজার |
| কি অ্যান্ড কিউ | ১ কোটি ১ লাখ ২৫ হাজার | ম্যারিকো বাংলাদেশ | ৫ লাখ ৩১ হাজার |
| লিগাসি ফুটওয়্যার | ৭৫ লাখ ২ হাজার | শাহজিবাজার পাওয়ার | ৫ লাখ ২০ হাজার |
| সুরিদ ইন্ডাস্ট্রিজ | ৬৭ লাখ ১০ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি
