ব্লক মার্কেটে ১৮ কোম্পানির লেনদেন ১৯ কোটি টাকা Monday, 19th April 2021, 3:25 pm এসএমজে ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা। কোম্পানিগুলোর ৩০ লাখ ১৯ হাজার ১৬০টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১১ কোটি ৬৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্স লিমিটেডের মোট ১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- আরডি ফুড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রেনউইকজার, রানা অটো, জিবিবি পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কোহিনুর কেমিক্যাল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইন্ডেক্স এগ্ৰো, পাওয়ার গ্রিড, সী পার্ল, রিং শাইন, রবি আজিয়াটা, ডিবিএইচ, এবং ওরিয়ন ইনফিউশন্স লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এসএমজে/২৪/সা Post Views: ৩৬২