ব্লক মার্কেটে ১৮ কোম্পানির লেনদেন ৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৮ কোম্পানির মোট ২৫ লাখ ১৪ হাজার ২২৬টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ২ লাখ ৬৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে সামিট পাওয়ার। কোম্পানির মোট ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে দ্যা প্যানিনসুলা। কোম্পানির মোট ১ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস কোম্পানির মোট ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- এবিবিআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি থাই, সিএপিএমআই মিউচ্যুয়াল ফান্ড, ডেফ্যোডিল কম্পিউটার, ডেল্টা ব্র্যাক, ইভিন্স টেক্সটাইল, আইসিবিএনআরবি থার্ড মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মুন্নো সিরামিকস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, কুইন সাউথ, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএসজে/২৪/রা

Tagged